হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) শারদীয় দূর্গাপূজা ও কঠিন চীবর দান সুস্থ সুন্দর ভাবে উদযাপনের উপলক্ষে পরিচালনা কমিটি নেতৃবৃন্দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কাফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদ সদস্য মাইন উদ্দিন, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, আওয়ামীলীগ নেত্রী বাঁশরী মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার পরিচালনার কমিটির নেতৃবৃন্দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:), শারদীয় দূর্গাপূজা ও কঠিন চীবর দান উদযাপনের লক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারকে প্রায় সাড়ে ৪৭ লাখ টাকা অনুদান দিয়েছে।