ক্ষমা
মুহাঃ মোশাররফ হোসেন
মোর লেখার মধ্যে ভুলের কারনে
কারো মনে কষ্ট যদি থাকে জমা,
মনের শত কষ্ট ভুলে গিয়ে
করে দিও মোর ক্ষমা।
বান্দা ভুল করে প্রভুর কাছে হইলে নত
থাকে না প্রভুর খাতায় তাহা জমা!
মনের থেকে হইলে নত
কিতাবে আছে লেখা!
প্রভু করিবেন তাহা ক্ষমা।
বান্দা ভুল করে প্রভুর কাছে
হইলে নত থাকে না তাহা জমা,
কারো অজান্তে কষ্ট দিলে
পাইবে না কেন ক্ষমা?
প্রভুর কাছে ভুল করিয়ে
হইলে নত থাকে না তাহা জমা,
প্রভুর হক্ক প্রভু দিতে পারে ছাড়
বান্দার হক্ক প্রভু পারে না করিতে ক্ষমা।
মোর চলার পথে যদিগো করি ভুল
সেই ভুলের কারনে কারো হৃদয়ে
কষ্ট যদি থাকে জমা,
হৃদয়ের শত কষ্ট ভুলে গিয়ে
করে দিও মোরে ক্ষমা।