কেশবপুরে কর্মরত অফিসারদের সাথে এমপি আজিজুল ইসলামের মতবিনিময় সভা

লেখক: Champa Biswas
প্রকাশ: 8 months ago

সোহেল রানা,কেশবপুর প্রতিনিধিঃ

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে উপজেলার কর্মরত অফিসারদের সাথে এমপি আজিজুল ইসলামের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ও কেশবপুর উপজেলাকে উন্নয়নের মডেল হিসাবে গড়ে তুলতে কাজ করার ঘেষণা দেন

এমপি আজিজুন ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মরত্র সকল কর্মকর্তার নিয়ে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) সংসদ এ সদস্য আজিজুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঙ্গীত সাহা,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ যা আব্দুর রব, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, শিশু এশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুদ্ধ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র প্রমুখ,

মতবিনিময় সভায় এমপি আজিজুল ইসলাম বলেন, আমি সাধারণ জনগনের সেবা ও কেশবপুর উপজেলার অগ্য উন্নয়নের মাধ্যমে মডেল একটি উপজেলা গড়ার জন্য আপনাদের সাথে নিয়ে কাজ করবো।

মানব কল্যাণ ও অবহেলিত কেশবপুর উপজেলার অগ্যউন্নয়ন এটাই আমার মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি আজিজুল বলেন,আপনারা নিম্ন স্থানে থেকে এ উপজেলায় বিভিন্ন ধরনের মডেল প্রকল্প তৈরি করবেন।সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়নের দ্বায়িত্ব আমার।

error: Content is protected !!