কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক  কর্মচারী কল্যাণ সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 years ago

মোঃ সোহেল রানা: কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির এক জরুরী সভা বুধবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলেব আলী, বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসাইন, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন ইসলাম, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলরতন সরকার, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দোরমুটিয়া।
সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জী, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ণ ঘোষ, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ সুলতান আহম্মেদ, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, কড়িয়াখালী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর ইসলাম প্রমুখ।
জরুরী সভায় কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির গঠনতন্ত্র বর্হিরভূত আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদ জানানো হয়।
error: Content is protected !!