কালীগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,অতঃপর সালিশ ও মামলা  

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বসুন্দিয়া বাজারে অবস্থিত লোহার গ্রিল ও গাড়ি মেরামত করারর “মহসিন মোল্লা এন্ড ইঞ্জিনিয়ারিং” নামক দোকানে ১৭ অক্টোবর রাত ৮ টার পর একদল চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মহসিন মোল্লাকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায় ও তার নিকট থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। মহসিন মোল্লা উপজেলার ষাটবাড়িয়া গ্রামের আব্দুল বারীর ছেলে। এ ঘটনায় মহসিন মোল্লা ঝিনাইদহের বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট আদালতে বাদ দিয়ে হয়ে ১০ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মামলাটির নং হলো – ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ দ.বি.। উক্ত মামলায় আসামিরা হলেন – লিটন, ইমরান, রুবেল, রফিকুল,রসুল, সমীর,সোহেল রানা, খালেক, সুজন ও শাহীন। মামলার এজাহারে মহসিন মোল্লা উল্লেখ করেছেন,ঘটনার দিন উপরে উল্লেখিত আসামিরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তার দোকানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তার নিকট থাকা ১ লাখ ৭৯ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেই। পরবর্তীতে তাকে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ভুক্তভোগী মহাসিন মোল্লা জানান , আমার দোকানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তারাই আবার কালীগঞ্জ থানায় যেয়ে আমার নামে অভিযোগ করে আসে। তার প্রেক্ষিতে ফাড়িতে সালিশ হয়ে আমার ভাইদের নিকট থেকে ২০ হাজার টাকা আদায় করে। এখনো আমাকে নানারকম ভয়-ভীতি প্রদর্শন করছে তারা।আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

error: Content is protected !!