কালীগঞ্জ, (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে মোবারকগঞ্জ রেলগেট থেকে ১১৮৭ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার দিবাগতরাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো ১৬-০২৫৪ নম্বরের ট্রাক থেকে এই সকল মাদক উদ্ধার করে ঝিনাইদহ র্যাব- ৬ এর একটি আভিযানিক দল। আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল(৩০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ান এর ছেলে।
ট্রাকটি সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাকটি বন্ধ করে কৌশনে আসামী পালানোর চেষ্টা করলে তাকে আটক করে অভিযান পরিচালনাকৃত র্যাব সদস্যরা। এরপর আসামীর ভাষ্যমত ট্রাকটি তল্লাশী করে ট্রাকের পিছনের বডির মধ্য থেকে ত্রিপল দিয়ে ঢাকা ৩টি সাদা রঙ্গের প্লাস্টিকের বস্তায় ভরা ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে । এ ঘটনায় ৭ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে,যার নং হলো – ৪।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) শহিদুল ইসলাম মাদক উদ্ধারের ঘটনার সত্যতা উল্লেখ করে বলেন, র্যাবের একটি দল মাদক উদ্ধার করে আটক ব্যক্তি ও মাদকদ্রব্য থানায় জমা দিয়ে গেছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে আটক ব্যক্তিকে কোর্টে প্রেরন করা হবে।