কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার আটক- ৪ 

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 12 hours ago
Oplus_131072

 কালিগঞ্জ ,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী  ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সেনাবাহিনী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং কালিগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পালিয়ে গেলেও তার বাড়িতে থাকা নারী দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করে।
যৌথ বাহিনী আসার খবর পেয়ে তারা নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটের প্যাকেট বাথরুমের পেনের মধ্যে ফেলে দেয়। এসময় তাদের ঘর ও টয়লেট তল্লাশি করে ভেজা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট, ফেনসিডিলের ১৬ খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানা একাধিক মাদক মামলা রয়েছে। যৌথ অভিযানের নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ। একইদিন রাতে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে আনছার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ পিচ ইয়ারবা ও ২৩ শত টাকাসহ আটক করে কালীগঞ্জ থানার একটি দল। আর এ অভিযানে  নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার এসআই নাজমুল হাসান খান এবং এএসআই এস. এম. সোহাগ।
শুক্রবার সকালে ৪ আসামিকে কোর্টে প্রেরণ করা হয়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এসব ঘটনায় থানায় মাদক আইনে দুইট মামলা দায়ের হয়েছে।থানা পুলিশের পক্ষ থেকে মাদক অভিযান অব্যাহত থাকবে।
error: Content is protected !!