![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের বেথুলীর খুড়ারবাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার দুপাশের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার কারণে সম্পূর্ণ রাস্তাটি এখন হুমকির মুখে। রাস্তাটির দুই পাশে কিছুদুর পরপর অনেকগুলো বড় বড় খাদ তৈরী হয়েছে।
এবার বর্ষায় এই খাদগুলো আরো বড় আকার ধারণ করবে। কোথাও কোথাও পুরো রাস্তাটাই ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তায় দুইপাশে ছোট বড় ৩০টির অধিক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে গ্রামীণ সড়কে চলাচলকারী
যানগুলো চলছে । ষাটবাড়িয়া গ্রামের নান্নু মিয়া জানান, বছর তিনেক আগে রাস্তাটি হয়েছে। এতো সুন্দর একটি রাস্তা আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল।
কিন্তু বছর না ঘুরতেই রাস্তাটি ভাঙ্গতে শুরু করে এবং এখন তা প্রকট আকার ধারন করেছে। রাস্তার অনেক জায়গায় ভেঙ্গে গেছে, এখনই ব্যবস্থা না নিয়ে পুরো রাস্তাটায় শেষ হয়ে যাবে এবং এই ভাঙ্গার কারনে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
কালীগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, আমি নতুন এসেছি, আজই খোঁজ নিয়ে দেখছি। অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।