কালীগঞ্জে বেদে জনগোষ্ঠির জন্য সেলাই  প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন 

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : 
ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের নারীদের নিয়ে “বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ” শীর্ষক কর্মসূচীর আওতায় সমন্বিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে ।
গতাকল (শনিবার) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কার্যালয়ে বেদে সম্প্রদায়ের ২০ জন নারীকে ৩৮ দিনের সমন্বিত সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী
হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো : আব্দুল কাদের, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো: শাহিন আলম ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম , কালীগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি আহসান কবির ,  সংবাদকর্মী এম এ লিতু ও মহিলাদের সেলাই প্রশিক্ষক শাহিদা ইসলামসহ প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, অনগ্রসর বেদে সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সরকারের এই মহতী উদ্যোগ। এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলে স্বাবলম্বী হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন ,পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে ।
এরই ধারাবাহিকতায় উপজেলার বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠিকে সাবলম্বী করার লক্ষ্যে এ সম্প্রদায়ের
২০ জন নারীকে ৩৮ দিনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে । এসময় তিনি আরো বলেন , নারীদের প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করার জন্য যাবতীয় সহায়তাও প্রদান করা হবে।
error: Content is protected !!