কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেই সূর্যের উদয় ঘটে একাত্তরের ১৬ ডিসেম্বরে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বহু বছরের প্রতিক্ষার ফসল । রক্ত নদীর বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৩ তম মহান বিজয় দিবস পালন করছে গোটা জাতি ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক অরাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। বিজয় দিবসে রাজনৈতিক দলগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করলেও , উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে কোথাও কোন কর্মসূচি পালন করতে দেখা যায় নি ।
দলীয় কার্যালয়ও ছিল তালাবদ্ধ। তবে আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদামাটাভাবে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে দেখা যায়। এ ব্যাপারে কথা বলতে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিশৃংখলা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমারা উপজেলা শহীদ বেদীতে ফুল দিতে যায় নি । তবে কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করেন তিনি।বাস্তবে তার এ বক্তব্যের সত্যতা মেলেনি। অপরদিকে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু জানান , আমার জানা মতে বিজয় দিবসে কালীগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন কর্মসূচি পালন করা হয়নি।
অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথকভাবে স্ব স্ব দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দলটির নিমতলা কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
একই সময়ে শহরের ফয়লা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ করেন তিনি । বিকালে তার নেতৃত্বে শহরে বের হয়ে বর্ণাঢ্য বিজয় র্যালী। একই দিন দলটির অপর এক অংশের ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য ও প্রায়ত সংসদ পত্নী মুর্শিদা জামান পপি দিনব্যাপী পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে । তারাও নেতাকর্মীদের সাথে নিয়ে বিকালে বিজয় র্যালী বের করে শহরে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদান এবং আলোচনা সভা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।