কালীগঞ্জে ফুটবলার তাসিনকে সংবর্ধনা

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 1 week ago

কালীগঞ্জ,ঝিনাইদহ :

সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি)অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপ ২০২৫ -এ অংশ নেয় বাংলাদেশ দল।

এই দলের অন্যতম কৃতি সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের তাসিন।বিদেশের মাটিতে খেলতে যাওয়া গ্রামের একমাত্র ফুটবলারকে বুধবার বিকেলে হেলায় সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে ফুলেল সংবর্ধনা দিয়েছে হেলাই ফুটবল একাদশ এবং গ্রামবাসী। তাসিনের সংবর্ধনা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়।

ম্যাচ শুরু আগে সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ক্ষুদে ফুটবলার তাসিনকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং ফুটবল সংগঠক সবুর হোসেন,সোলাইমান মাস্টার মাহবুবুর মুন্সী, ওয়াজেদ আলী মাস্টার, সাবেক ফুটবলার আবুল কালাম, তরিকুল ইসলাম, আনারুল ইসলাম,আব্দুল হামিদ,হাফিজুর রহমান, মারুফ হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।পরে তাসিনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হেলাই ফুটবল একাদশ এবং কালিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ধারাবিবরণী করেন রবিউল ইসলাম।

তাহসিনের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুর হোসেন বলেন, ফুটবল খেলায় হেলায় গ্রামের ঐতিহ্য রয়েছে। অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় এই গ্রামের মাঠ থেকে উঠে এসেছে। এখনো তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে আমার টিমে।তাদেরই একজন তাসিম। সেই প্রথম যে কিনা বিদেশের মাটিতে খেলতে গেলো। তাসিন আমাদের গর্ব। দোয়া করি ও সামনের দিকে আরো এগিয়ে যাক।

error: Content is protected !!