Monday, February 3, 2025

কালীগঞ্জে ফিল্ম স্টাইলে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ,(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্তায় দিনে দুপুরে ফিল্ম স্টাইলে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে ইজিবাইক চালক মমিনুরকে সাদা প্রাইভেটকারে থাকা একদল ছিনতাইকারী বারপাখিয়া মাঠ পার হয়ে আনুমানিক বেলা ১ টা ৩০ মিনিটের দিকে রাস্তার উপর তার লাল রঙের ইজিবাইকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৪ জন নেমে তাকে ভয়ভীতী দেখিয়ে জোরপূর্বক ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে ঝিনাইদহের দিকে চলে যাই।

এর মধ্যে গাড়ি থেতে নামা ৪ জনের ১ জন থেকে যায়।ধারণা করা হচ্ছে, পরবর্তীতে ছিনতাইকারী দলের সদস্য ঐ ব্যক্তি ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায়।এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি ঝিনাইদহ বাইপাস রোডে পৌঁছালে ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় রাতেই মমিনুর কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের কবলে পড়ে মমিনুর কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এদিকে তার ৬ সদস্যের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার কালো মেঘ। ১১ এপ্রিল ২০২৩ তারিখ ধার দেনা ও এনজিও থেকে লোন করে ঝিনাইদহ থেকে মমিনুরের পিতা ২ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটি তাকে কিনে দিয়েছিলেন। এর মধ্যে ২ লাখ টাকায় এনজিও এবং বিভিন্ন লোকের নিকট থেকে ঋণ করে জোগাড় করা ছিল বলে জানা যায়।ইজিবাইক চালক মমিনুর জানাই, কালীগঞ্জ মধুগঞ্জ বাজার ১০ তালা ভবনের সামনে থেকে ১ জন যাত্রি নিয়ে কোলা বাজারের উদ্দেশ্যে রওনা করে বারপাখিয়া মাঠ পার হতে না হতেই কয়েক মিনিটের মধ্যে ছিনতাইকারীরা আমার বেচে থাকার শেষ সম্বল ইজিবাইকটা ছিনতাই করে নিল । ইজিবাইকটি যাতে দ্রুত উদ্ধার করা যায় সেব্যাপারে পুলিশ প্রশাসনের কার্যকরী ভুমিকা রাখার দাবী জানাই।প্রত্যক্ষদর্শী এক নারী জানান,দুপুরের সময় কয়েকজন লোক পুলিশ পরিচয়ে এক ইজিবাইক চালককে তুলে নিয়ে যতে দেখেন তিনি। ছিনতায়ের ঘটনা বুঝতে না পারায় তিনি তখন অতটা গুরুত্ব দেয়নি।ইজিবাইক চালক মমিনুরের পিতা মনিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, দিনের বেলায় এভাবে আমার ছেলের কাছ থেকে কেনার ১ মাস ৩ দিনের মাথায় এভাবে ইজিবাইকটি ছিনতাই হয়ে যাবে ভাবতেই পারিনি।এখন ঋণের কিস্তির টাকা আমি কিভাবে দেব তা বুঝতে পারছি না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান মিনে জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আজ সরস্বতী পূজা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মাতোয়ারা শিক্ষার্থীরা

স্বীকৃতি বিশ্বাস, যশোর: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ উদযাপিত হচ্ছে। বিদ্যা, সঙ্গীত ও জ্ঞানের দেবী...

যশোর জেলা

যশোর জেলা মুহাঃ মোশাররফ হোসেন ধন্য আমি করেছে প্রভু যশোর জেলায় জন্ম, হে প্রভু করিও তুমি রহম যেন বুঝতে পারি এর মর্ম। যশোর মোদের...

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে “একতাই শক্তি আমার বাংলাদেশ”-এর জনসেবার অনন্য উদ্যোগ

জাবির আহম্মেদ জিহাদ, কুড়িগ্রাম প্রতিনিধি : “একতাই শক্তি, একতাই উন্নতি” – এই স্লোগানকে সামনে রেখে মানবসেবামূলক সংগঠন “একতাই শক্তি...

শুরু হতে চলেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের এম পি কাপ টুর্নামেন্ট 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত বিধায়ক কার্য্যালয়ে মথুরাপুর...