কালীগঞ্জে তেলের গোডাউনে আগুন, শিক্ষক সোমা চৌধুরি দগ্ধ

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ,ঝিনাইদহ  প্রতিনিধি:
ঝিনাইদহে কালীগঞ্জে একটি তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় সোমা
চৌধুরি নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দগ্ধ হয়েছেন।। রবিবার বিকাল ৪.৩০ দিকে নলডাঙ্গা ভূষণ হাইস্কুল রোডে একটি ৪ তলা ভবনের নিচ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থায়ী বাসিন্দারা জানান,হঠাৎ কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি
জানালা দিয়ে কালো ধূয়া বের হচ্ছে। দৌড়ে ভিতরে যায় এবং ফায়ার সার্ভিস কে খবর দিই। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। চারতলা ঐ বিল্ডিংয়ের নিচ তলায় তেলের গোডাউন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। একই বিল্ডিংয়ের ২য় তলায় কৃষি ব্যাংকসহ তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক বাসা ছিল। আগুনের ধোয়া সিড়িঘর দিয়ে চারিদিকে ছড়িয়ের পড়লে সোমা চৌধুরি দগ্ধ হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান,আমার অল্প সময়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিচ তলা থেকে শট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার সম্পা মোদক জানান, আগুনে দগ্ধ হয়ে সোমা চৌধুরি নামে একজন নারী আমাদের এখানে আসেন। তার শরীরের ৪ হাত পা সহ বিভিন্ন অংশ আগুণে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।
error: Content is protected !!