কালীগঞ্জে তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 4 weeks ago

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : 
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়ার
আয়োজন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি । সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ফয়লা সড়কস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় । পরবর্তীতে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবারও বিতরণ করা হয়।
দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ । সে সময় তিনি বলেন , তরিকুল ইসলাম ছিলেন দক্ষিন বঙ্গ বিএনপির প্রাণ পুরুষ । তিনি আমাদের রাজনৈতিক আদর্শ । তার নীতি নৈতিকতা অনুসরন করে আমাদের চলতে হবে ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির
সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী , ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার
তৌহিদুর রহমান বাবলু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর যুবদলের
আহবায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহবায়ক শাহিন লস্কর প্রমুখ ।
আলোচনা সভা শেষে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামে রুহের
মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ ফোরকান আলি।
error: Content is protected !!