কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 month ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

” সমবায়ে গড়ব দশ, বৈষম্যহীন বাংলাদেশ” – এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ নভম্বর) সকালে র‌্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় অফিসের আয়াজনে আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মফিজুর রহমান,

উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারন) আক্তারুজ্জামান মিয়া, কালীগঞ্জ থানার পরিদর্শক সমীরন, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জবা খাতুন। সমবায় দিবসে আরো বক্তব্য রাখেন সমবায়ী বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হেলাল উদ্দিন, মিনা ভট্টাচার্য্য,পিকুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ।এবারের জাতীয় সমবায় দিবসে সমবায় উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য মোচিক সমবায় সমিতি লি: ও কালীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

error: Content is protected !!