কালীগঞ্জে এক রাতে ৩ কৃষকের ৪ গরু চুরি 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বুজিডাঙ্গা মুন্দিয়া ও ভাতঘারা নামক গ্রাম থেকে এক রাতে তিন জন কৃষকের ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে।জানা যায় , বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের আক্তারুল ইসলামের গোয়াল ঘর থেকে রবিবার (১০সেপ্টেম্বর) রাতে ২ টি গরু চুরি হয় ।গরু দুটির মধ্যে একটি গরু সকালে তিনি ঐ গ্রামের মাঠে খুঁজে পেয়েছেন । আক্তারুল ইসলাম জানান ,তার চুরি হওয়া গরুটির মূল্য আনুমানিক প্রায় ৩ লাখ টাকা। গতরাতে তার গোয়াল ঘর থেকে ২ টি ষাড় গরু চুরি নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গরু নেই। তখন খোঁজাখুঁজি করে মাঠে ১ টি গরু পাওয়া যায় এবং রেখে যাওয়া গরুটির পায়ের সমস্যা থাকার কারণে মাঠে ছেড়ে রেখে যায় চোরেরা।গরু চুরির ঘটনায় আক্তারুল ইসলাম কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। একই রাতে উপজেলার ভাতঘরা গ্রামের শিমুল হোসেন নামের একজন কৃষকের একটি বিদেশী জাতের গরু ও একই গ্রামের কামারুল ইসলামের একটি দেশি ষাড় ও একটি গাভী গরু চুরি করে চোরেরা।চুরি হওয়া এই ৩ টি গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে ।ভাতঘরা গ্রামের মহাব্বত আলীর সাথে কথা বলে জানা যায়, গরুর খাদ্যের মূল্য বৃদ্ধির কারনে গরু পালন পালন করা খুব কষ্ট হয়ে দাড়িয়েছে।তারপর এভাবে যদি রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু চুরির হয়ে যায় তাহলে আমরা তো নিঃস্ব হয়ে যাবো ।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গরু চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠেয়েছি।চুরি হওয়া গরুর মালিকদেরকে থানায় লিখিত অভিযোগের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাপারটি থানা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ।গরু চুরি যে বা যারাই করুক কোন ছাড় দেওয়া হবে না ।

error: Content is protected !!