কালীগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে পুরুষশূন্য গ্রাম, আতঙ্কে জনজীবন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়ন পরিষদে শালিশ বৈঠকের ঘটনাকে কেন্দ্র করে সংঘাত পরবর্তী সময়ে উক্ত ইউনিয়নের গোপালপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। লুটপাটের আশঙ্কা করছেন তারা। যে কারনে গ্রামবাসী গতরাত থেকে দিনব্যাপী বাড়ির আসবাবপত্র গরু,ছাগল অন্যত্র সরাতে শুরু করেছে। গত বুধবারের সংঘর্ষে আহত পরিবার পরিজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

ঐ রাতেই কালীগঞ্জ থানা পুলিশ গোপালপুর গ্রামের গফুর মোল্যার ছেলে নাসিব মোল্যা ও একই গ্রামের মোস্ত মন্ডলের ছেলে সুজন মন্ডলকে  গ্রেফতার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গত ২৬ জুলাই বুধবার বিকালে জামাল ইউনিয়ন পরিষদে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে মারাত্বকভাবে অহত হয়েছে ৭ জন। আহতরা হলেন,উপজেলার গোপালপুর গ্রামের মসলেম মোল্লার ছেলে শওকত মোল্ল্য ও আলাউদ্দিন মোল্লা, একই গ্রামের হাসেম মন্ডলের ছেলে নজির মন্ডল ও সেলিম মন্ডল, গহর আলী ছেলে শাহজাহান , আকবার মোল্লার ছেলে সোহান মোল্লা, গফুর মোল্লার ছেলে আমিরুল । স্থানীয়রা জানান, গত ২০ জুলাই তারিখে রাতের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার গোপালপুর গ্রামের মসলেম মোল্ল্যার ছেলে বাবলু মোল্ল্যা ওরফে ঘেনা কে পিটিয়ে ও কুপিয়ে মারাত্ব জখম করে। ওই ঘটনা বিষয়ে উভয় পক্ষকে উপজেলা জামাল ইউনিয়ন পরিষদে শালিশি বৈঠকের মাধ্যমে মিমাংশা করছিলেন জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে স্থানীয় সাংসাদ আনোয়ারুল আজীম আনার উপস্থিত থাকার কথা থাকলেও স্থানীয় সাংসাদ উপস্থিত হওয়ার আগেই উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর সদর হাসপাতালে ইস্থান্তর করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, জামাল ইউনিয়ন পরিষদের দুই গ্রুপের বিচার শালিস ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। জনগনের নিরপত্তার বিষয়টিকে মাথায় রেখে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশের অবস্থান থাকবে ।এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ মামলা দায়ের করেছেন।

error: Content is protected !!