কালীগঞ্জে অনুষ্ঠিত হলো বিএনপির সম্প্রীতি সমাবেশ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 11 hours ago

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বেলা ৩ টায় কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলার ২ নং জামাল ইউনিয়ন ৩ নং কোলা ইউনিয়নের এ সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ।

সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং জামাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। উক্ত স্মাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল , ইলিয়াস রহমান মিঠু,কোলা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোল্লা,শাজাহান আলী মোল্লা,আশরাফ আলী,মোহাম্মদ আলী ব্লু,ছাত্রনেতা মারুফ বিল্লা,জুয়েল রানা, মৌসুম উদ্দিন শোভন প্রমুখ । উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন।

সম্প্রীতি সমাবেশটি সঞ্চালনা করেন শুকুর আলী। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , যারা এই দুই ইউনিয়ন বিএনপির মধ্যে ষড়যন্ত্র করে দ্বন্দ্ব বাধাতে চাই তাদেরকে আমরা চিনি।

বিএনপির কোন কোনো নেতার ঘড়ে ভর করে, আবার বিএনপির নামে স্লোগান দিয়ে এই কোলা জামালে বিএনপি’র রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার ব্যাপারে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

error: Content is protected !!