আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে
ঐতিহাসিক ৭ ই মার্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি অনুষ্ঠিত হয় । র্যালি শেষে উপজেলা হলরুমে জাতির পিতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার এর সঞ্চালনায় ঐতিহাসিক ৭ ই মার্চের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, ওসি অপারেশন যোবায়ের হোসেন,সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে ৭ই মার্চের উপর শিক্ষার্থীদের চিত্রাংকন অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।