স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিকশার ওপর পড়ে জাহেদ আলী (৩৮) নামে এক চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের বাম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জাহেদ আলীর বাড়ি রংপুর লালমনিরহাটে। তিনি চট্টগ্রাম নগরের ট্যানারি বটতল এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিকশার ওপর পড়ে।
সাথে সাথে ওই রিকশায় আগুন লেগে যায়। এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার করুন।