কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পেলেন শ্রী টি এস শিবজ্ঞান

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে চলেছে নতুন বিচারপতি টি এস শিবজ্ঞান। তিনি সাবেক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব এর যায়গায় আসলেন। গতকাল নতুন বিচারপতি শ্রী টি এস শিবজ্ঞান কে শপথ গ্রহণ করান পশ্চিম বাংলা র রাজ্যপাল। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ও পশ্চিম বাংলা র মন্রী ফিরাদ ববি হাকিম ও পশ্চিম বাংলা র আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক এবং মন্রী শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য এবং পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছাড়া কলকাতা রার অ্যাসোসিয়েশন এর সভাপতি অরুনভ ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা। গতকাল শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর আজ থেকে দায়িত্ব পালন করছেন নতুন প্রধান বিচারপতি শ্রী শিবজ্ঞান।

error: Content is protected !!