তহিদুল ইসলাম, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোর মণিরামপুরে গত ৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় সাবেক রাজপথের তুখোড় নেতা আমজাদ হোসেন লাভলু।
তৃণমূল পর্যায়ের অবহেলিত নেতা কর্মী কে এক করে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কে প্রতিষ্ঠিত, ও সকল চাঁদাবাজি, বন্ধ করা, সাধারণ মানুষ যানমালের নিরাপত্তা দেওয়া, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা ছিলো তার নির্বাচনী অঙ্গিকার। যেমন কথা তেমন কাজ, নির্বাচনে যে সকল নেতা কর্মীরা রাতদিন কঠোর পরিশ্রম করে আনারস প্রতীক কে বিজয়ী করেছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন।
তারি ধারাবাহিকতা ১৩ই মার্চ সোমবার বিকালে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামে ছুটে যায় কর্মীর ডাকে আমজাদ হোসেন লাভলু। এসময় আমজাদ হোসেন লাভলু বলেন, আমি মণিরামপুর উপজেলার সকল মানুষের ভোটে বিজয়ী হয়েছি। ৫ লক্ষ মানুষের পাশে আমি সব সময় থাকবো। কারন পাঁচ লক্ষ মানুষ আমাকে তাদের অভিভাবক নির্বাচিত করেছে।আমার দেওয়া প্রতিটি কথা আমি রাখবো ইনশাআল্লাহ।
আমি যতক্ষন বেঁচে আছি ইনশাআল্লাহ এই পাঁচ লক্ষ মানুষের ডাকে রাত হোক দিন হোক ছুটে আসবো। নির্বাচনে অনেকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে কাজ করেছেন,আমি তাদের ও চেয়ারম্যান। আমারা মনিরামপুর বাসি একটি বটবৃক্ষ এটা মনে রাখতে হবে। কেও মারামারি, হুমকি দামকি দিবেন না।
একে অপরের ভাই হিসাবে কাঁধেকাধ রেখে একটি সুশীল সমাজ গড়তে চাই। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী সহ ঝাঁপা ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।