মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা”কথার মাঝে কথা”

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন

চলার পথে কথার মাঝে কতো কিছু ঘটে,
কথা না বুঝে কথা বললে হবে ঝামেলাতো বটে।

অপরের ভালো দেখে মনে যদি সেই সাধ জাগে,
সংসার থেকে তাহার’ শুখ যে সব ভাগে।

পরের ভালো দেখে যে হা-হুতাশ করে!
সে যতই কামাই করুক না কেনো এ ভেবেই সে মরে।

কি আর বলবো ভাই ‘এ সব বলতে গিয়ে যদি কিছু হয়,
এ ভয়ে চুপ থাকি কারন’ মনে যে লাগে ভয়।

সত্য কথা বললে পরে শাস্তি যে সে পায়,
বর্তমান সমাজে মিথ্যাকে সত্য বানালে শান্তিতে সে রই।

কথার সাথে কথা মিলিয়ে চলিতে যে হয়,
রক্ষক যদি ভক্ষক হয় বলার কিছু নয়।।

error: Content is protected !!