ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন উপ-সচিব দেবী চন্দ ও অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল

লেখক: Champa Biswas
প্রকাশ: 7 months ago

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন কৃষি মন্ত্রনালয় ঢাকার উপ-সচিব দেবী চন্দ ও রংপুর মেট্রোপলিটন, রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার রায়।

তাকে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রনজিৎ কুমার সিংহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

অতিথিবৃন্দ কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক পোড়ামাটির ও টেরাকোটা ধর্মীয় নকশা ও সনাতন ধর্মের ইতিহাস খচিত দেব-দেবীর চিত্র দেখে মুগ্ধ হন। এ সময় তারা দুপুরে কালিয়া কান্তজি-রুকিনী দেবীর বিগ্রহের ভোগ আহ্নিকে অংশগ্রহন করেন। শেষে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহের অনুরোধে প্রশাদ গ্রহন করেন। রনজিৎ কুমার সিংহ তাদের সামনে মন্দির উন্নয়ন ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ ছাড়া কান্তজিউ মন্দিরের যে সমস্ত জায়গা বে দখল হয়ে রয়েছে সে ব্যাপারে তাদের সাথে এজেন্ট আলোচনা করেন। অতিথিবৃন্দ এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ও বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডাঃ ডিসি রায়ের সহধর্মীনি উপস্থিত ছিলেন।

error: Content is protected !!