এমপি শেখ সেলিমের সঙ্গে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর সৌজন্য সাক্ষাৎ

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মামুন হাচান স্টাফ রিপোর্টার:

২২ শে জানুয়ারি রাত ১০টায় সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক ও অন্যান্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক শুরুতেই এমপি ফজলুল করিম সেলিমকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর ও জাতীয় দৈনিক বাংলার দুত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হাবিবুর রহমান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর ও জাতীয় দৈনিক বাংলার দুত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মামুন হাচান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, বি এম এফ টেলিভিশন এডমিন অফিসার উম্মে সালমা কেয়া।

এ সময় তিনি সংক্ষিপ্ত আকারে মানবাধিকার সম্পর্কে বিভিন্ন আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমাদের দেশের সংবিধানেও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের দেশের সকল মানবাধিকার সংস্থা গুলিকে আন্তরিক ভাবে একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। বাংলাদেশের সংবিধানে তিনি মানবাধিকারকে তৃতীয় ভাগে ২৬-৪৪ ধারা পর্যন্ত স্থান দিয়েছেন।

মানবাধিকার সংগঠন গুলি বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে অসামান্য অবদান রেখে আসছে।
তিনি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যদের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে সরকার ও অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করাব আহ্বান জানান।

error: Content is protected !!