মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
রাজশাহীতে”এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
শনিবার সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বিভাগের ৮টি জেলার ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার ও কম্পিউটার অপারেটরদের দিনব্যাপী “এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো. আসেম আলী, উপপরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মুজাহিদুল ইসলাম, ডিডি (পার্সু), ইফা. প্রধান কার্যালয়, জনাব মো. আহসান হাবীব, সহকারী পরিচালক (অর্থ), মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইফা. ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাসিরুদ্দিন শেখ, সহকারী পরিচালক, ইফা. রাজশাহী।
মো. জাহাংগীর আলম, এফ এস, মহানগর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মো. আমিরুল ইসলাম, এফ ও, ইফা. রাজশাহী। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন জনাব মো. জাহাংগীর আলম, এফ এস, মহানগর। কর্মশালায় রাজশাহী বিভাগের ৩২জন কর্মকর্তা- কর্মচারি অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন সিমেক সিস্টেম লি.।