আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চালানোর সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টঙ্গীর গোপালপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে হামলার ঘটনার বিষয়ে শুক্রবার বিকেলে টঙ্গী প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছে গাজীপুর মহানগর আওয়ামীলীগ।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের প্রচার-প্রচারণার সময় গাড়িতে যে হামলার অভিযোগ উঠেছে, তার সঙ্গে আওয়ামীলীগের কোন নেতা-কর্মী জড়িত নয়। তথ্য প্রমাণে যদি আওয়ামীলীগের কোন নেতা-কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রশাসনকেও বলবো তারা বিষয়টি খতিয়ে দেখে যেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- আওয়ামীলীগ চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এখানে কোন ধরনের হট্টগোল আওয়ামীলীগ বরদাস্ত করবে না। কেননা- জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের সরকার। এ সরকারকে টিকিয়ে রাখতে কোনরকম সন্ত্রাসী কর্মকান্ড মানুষ মেনে নেবে না।
তিনি আরো বলেন-গাজীপুরে নৌকার গণ জোয়ার উঠেছে। এ জোয়ারকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র চলছে। কাজেই কারো কোন মিথ্যা বানোয়াট নাটকে আওয়ামীলীগ এ নির্বাচনে পরাজিত হবে না। স্বাধীনতা ও উন্নয়নে প্রতীক নৌকা নিয়ে আজমত উল্লা খান মেয়র পদে নির্বাচন করছেন এবং তিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন। তিনি মিথ্যা হামলার নাটক না সাজানোর জন্যও সকলকে অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড.আনোয়ার সাদত সরকার সহ মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।