একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে দুই দলকেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। তবে একই শর্তে দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।
তারা যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। দেশের আইন মেনে চলবেন, জনদুর্ভোগ সৃষ্টি না করেন—সে জন্য আমি আহ্বান রাখব। তারা যেন কোনো রকম ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হন।
আসাদুজ্জামান খান আরও বলেন, তারা যদি এটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করেন কিংবা জানমালের ক্ষতি করেন কিংবা কোনো জায়গায় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা পালন করবেন।

মন্ত্রী আরও বলেন, আমরা অনুরোধ করছি বড় ২ দলকে তারা যেন রাস্তা বর্জন করে। তারা যেন সহিংসতা না করেন সেটি আমরা অনুরোধ করব। কারা কোথায় সমাবেশ করবে আমরা এখনো কিন্তু জানি না। আমরা বলছিলাম মাঠে করতে হলে তাদের অসুবিধা থাকলে আমরা পরে বিবেচনা করব।

সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

error: Content is protected !!