ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ সমাবেশ কর্মসুচি।
দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে সরকার পরিবর্তন হলেও সাংবাদিক নির্যাতন বন্ধ হচ্ছে না। আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাবে হামলায় স্থানীয় সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে হত্যা এবং সাত সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে।
তারা এখনো পর্যন্ত কোনো মামলা করতে পারেনি। এ ছাড়া সারা দেশে অসংখ্য সাংবাদিকের হামলা এবং আরো চারজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপ ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ভবনে হামলা করা হয়। হামলায় বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলানিউজ ২৪, ডেইলি সান, নিউজ ২৪ টিভি, টি-স্পোর্টস ও রেডিও ক্যাপিটাল মিলে সাতটি গণমাধ্যম অফিসে ভাঙচুর করা হয়।
এ ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসী এখনো গ্রেপ্তার হয়নি।
বক্তারা অবিলম্বে হামলা, ভাঙচুর এবং সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, হারুন-অর-রশিদ খান হাসান, বাবু ইসলাম, ফেরদৌস হাসান, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম খান রানা, শহিদুল ইসলাম ফিলিপস, হীরক গুণ, আব্দুল মজিদ সরকার, আব্দুস সামাদ সায়েম, গাজী এস এইচ ফিরোজী, স্বপন চন্দ্র দাস, দিলীপ গৌর, এম দুলাল উদ্দিন, শেখ এনামুল হক ও আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ। সমাবেশে জেলা সদরে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও স্থানীয় পত্রিকার বিপুলসংখ্যক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!