ইসলামপুরে রেল টিকিট কালোবাজারির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযান

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর জেলার ইসলামপুর বাজার রেল স্টেশনে ট্রেনের টিকিট সিন্ডিকেট ও টিকিট কালোবাজারির বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযান নিয়েছে।

অভিযান চালিয়ে সকল টিকিট কালোবাজারী ও টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছেন তারা।

কালোবাজারি বন্ধ অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে আহবান, যার যার জায়গা থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।

যেখানেই দুর্নীতি ও অনিয়মের কার্যক্রম দেখা যাবে, সেখানেই নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে মুনসুর আহমেদ আবির বলেন, এখন থেকে কমিউটার ট্রেনের টিকিট, একটি টিকিটের মূল্যে একটি সিট পাবেন। কাউন্টারে সিট শেষ হয়ে গেলে কাউন্টার থেকেই সিট ছাড়া টিকিট কিনতে হবে যাত্রীকে। টিকিট ছাড়া কেউ ভ্রমণ করবেন না।

টিকিট সিন্ডিকেট মনিটরিং এ ছিলেন রেজাউল করিম, রিক্তা মনি, জেট,এ জিহাদ, মজিদ, রামিম সহ ইসলামপুর উপজেলার অসংখ্য শিক্ষার্থী বৃন্দ।

error: Content is protected !!