ইউটিউব হিস্ট্রি মুছে ফেলবেন যেভাবে

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

অনলাইন ডেস্ক:

অনেক কিছু সার্চ করেন ইউটিউবে। কিন্তু সার্চ হিস্ট্রি রেখে দেওয়ার কারণে কেউ আপনার ফোন হাতে পেলেই বুঝে যাবে আপনি ইউটিউবে কী ধরনের বা কী কী কন্টেন্ট দেখেছেন। তাই জেনে নিন কীভাবে ইউটিউবের সার্চ হিস্ট্রি মুছে ফেলা যায়। তাহলে কেউ আর জানতে পারবেন না আপনার ব্যক্তিগত সার্চ বারের তথ্য।

প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করুন।সেটিংস-এ ক্লিক করুন এবং এখান থেকে ‘ম্যানেজ অল হিস্ট্রি অপশনটি বেছে নিন।এবার গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন।এখানে যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নিতে বলবে।তারপর ‘অটো ডিলিট’-এ ট্যাপ করতে হবে।

যদি আপনি অটো ডিলিটে ক্লিক করেন, তাহলে নিজে থেকেই তা হিস্ট্রি থেকে মুছে যাবে। কিন্তু শুধু ডিলিট অপশনে ক্লিক করে ‘ডিলিট অল টাইম’-এ ক্লিক করতে পারেন।এছাড়া হিস্ট্রিতে গিয়ে একটি একটি করেও সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। তবে সে ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে।

সি, বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

error: Content is protected !!