আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুক্রবার

লেখক:
প্রকাশ: 1 week ago

 

স্টাফ রিপোর্টারঃ আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২৪ আজ(শুক্রবার, ১৫ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কচিকাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওঃ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে জমকালো ও নান্দনিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি ও গবেষক প্রাকৃতজ শামিমরুমি টিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সংগঠক আমিনুল ইসলাম। কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার। গীতিকার ও সুরকার মেহেদী হাসান লিটন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন কবি, প্রাবন্ধিক ও সংগঠক মোহাম্মদ আলমগীর জুয়েল। স্বাগত বক্তব্য রাখবেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ। এছাড়াও দেশ-বিদেশের গুণি কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সাহিত্য ও মানবসেবায় অবদানের জন্য কয়েকটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে।এছাড়া সাহিত্য, সাংবাদিকতা ও মানবতার সেবায় অবদান রাখার জন্য বেশ কিছু গুণি ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। তাছাড়া আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হবে। পুরো অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ (দৈনিক ধ্রুববাণী-Daily Dhrubabani) থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে।

error: Content is protected !!