জাবির আহম্মেদ জিহাদঃ
রৌদ্রের ছায়া চাঁদের মায়ায় অজস্র লেখা পড়ি
শিশির ভেজা সকালটাতেও আরশি ঘুরে ফিরি
শুকনো হাওয়া, গ্রীষ্মকালে ভীষণ রোদের মায়া
সন্ধ্যাকাশে কাক যায় ঝাক ঝাক পথ ঘুরে
আরশি তুমি মনগহীনে ফিরো তেমন করে।
মেঘে মেঘে ছায়ার খেলা দেখি যেই আমি,
চুপটিকরে আরশি খুলে পড়ে যাই আমি
হাজার হাজার পাঠক কবির— আরশি শিরোমনি।
পারিপাটি লেখাজোখায় সৃজন প্রতিচ্ছায়া
যা বলি তা সত্যি কথা আরশি সবার ছায়া
বৃক্ষ যেমন অক্সিজেন আর ছায়া করে দান
আরশি তেমন লেখালেখির আমার প্রিয় নাম
নবীন প্রবীণ হাজার কবি লেখেন আরশি ভরে
আমিও লিখি কাঁচা হাতে আরশি রাখে ধরে
সাহস যোগায় লিখতে আমায়— অনুপ্রেরণায়
গুণীজনদের সান্নিধ্যে থাকি আরশি পাড়ায়।
চিরকাল রাখবো মনে প্রিয় আরশি
কবিতায় বলে য়াই: তোমাকে ভালোবাসি।