আবু সুফিয়ানের লেখা কবিতা বঙ্গবন্ধু

লেখক: আবু সুফিয়ান
প্রকাশ: 6 months ago

আবু সুফিয়ানের লেখা কবিতা বঙ্গবন্ধু

বাংলাদেশে জন্ম নিলেন
পূর্ণিমার এক আলো,
ছোট থেকেই নূর ছিটিয়ে
মুছতেন সব কালো!

নামটি তাঁহার অতি সুন্দর
শেখ মুজিবুর রহমান,
মুসলিম লীগে যোগ দিয়ে
জাতির রেখেছেন মান।

মুসলিম তিনি বলিষ্ঠ কণ্ঠে
দিতেন সকল ভাষণ,
প্রতিবাদে সোচ্চার ছিলেন
মানতে পারেনি শোষণ!

একাত্তরে ৭ই মার্চের ভাষণে
দিলেন মুক্তির ডাক,
সেই ডাকে উজ্জীবিত হয়ে
হটালেন সবে পাক!

আদর্শ একজন নেতা তিনি
বঙ্গবন্ধু নামে ডাকি,
হাজার বছরের সেরা বন্ধু
দেননি কখনো ফাঁকি।

জীবন দিয়ে পরীক্ষা দিলেন
বঙ্গবন্ধু জাতির সেরা,
আকাশ বাতাস স্বাক্ষী আছে
স্বাক্ষী আছে এই ধরা।

প্রভুর নিকট দোয়া করছি
বঙ্গবন্ধুকে দাও জান্নাত,
প্রতিটা ঘরে বঙ্গবন্ধু পাঠাও
আমরাও চাই নাজাত।

(কিশোরকন্ঠ গ্রুপে অংশগ্রহণকারী)

সংগ্রহে : জাবির আহমেদ জিহাদ

error: Content is protected !!