আপনজন সংগঠন, ‘কালচারাল কল্যাণ পরিষদ’র আয়োজনে গুণিজন সম্মাননা ও ৭ম বর্ষপূর্তি উদযাপন

লেখক:
প্রকাশ: 4 days ago

নিজস্ব প্রতিবেদক: আপনজন মানবিক ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে গুণিজন সম্মাননা ও ৭ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি-২০২৫) ঢাকাস্থ সেগুনবাগিচা কচিকাঁচার মেলায় বর্ণিল আয়োজনে দুইপর্বে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, আব্দুর সামাদ ফারুক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্য ব্যক্তিত্ব শাহীন রেজা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মোমেন মিয়া, কৃষিবিদ জনাব আনন্দ চন্দ্র দাস, মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আব্দুল মোমেন শিকদার।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু সায়েম লিটন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শামীম রুমি টিটন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল আজম সরকার, ফাইজুর রহমান, সুরাইয়া রহমান ইতি, জনাব অধ্যক্ষ এ কে মিলন, জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান হান্নান মীর, আমির হোসেন, মোঃ বেল্লাল হাওলাদার, জহিরুল হক বিদ্যুৎ সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাহেরা খাতুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে
কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর গান এবং নৃত্য পরিবেশন করা হয়। গানে মাতিয়ে তুলেন শিল্পী, সারোয়ার মাহিন, মোঃ বাবুল হোসেন, কামরুন নাহার শিপু, মজিবুর রহমান, মো: আরিফ মিয়া, শিশু শিল্পী আয়ান ও রাজন। এতে আমন্ত্রিত অতিথি ও দর্শক শ্রোতাদের মুগ্ধতা এনে দেয়। ৩ জানুয়ারি প্রধান অতিথির জন্মদিন থাকায় অনুষ্ঠানের এক ফাঁকে কেক কাটার মাধ্যমে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের আলোচনার পাশাপাশি সাহিত্যের নানাদিক আলোচনা স্মৃতিচারণ, গান, কবিতা ও উচ্ছ্বসিত সাহিত্য প্রেমীদের বক্তব্য ছিলো জ্ঞান সমৃদ্ধ ও উপভোগ্য। এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সমাজের মানবিক নতুন কাজের সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাহেরা খাতুন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরকে ধন্যবাদ জানিয়ে কালচারাল কল্যাণ পরিষদের কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক এই প্রত্যাশা করে সংস্থা ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠান শেষে কবি, সাহিত্যিক, শিল্পী ও সংগঠকদের উৎসাহ ব্যঞ্জনা স্বরূপ সম্মাননা প্রদান করা হয় এবং অসহায় পরিবারের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা। এছাড়াও একজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অত্যন্ত সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশের দুই পর্বে অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, আর মজিব ও সাজ্জাদ হোসেন খান।

error: Content is protected !!