সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শাস্তি দাবিতে রাজপথে নেমেছেন ঝিনাইদহ-৪ আসনের অধীন উপজেলা এবং ইউনিয়ন পরিষদ গুলোর চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।গত ১৩ জুন কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি
ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রহস্যে ঘেরা এ হত্যাকান্ডের পর ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য। হত্যার পর আনারের লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বলে তথ্য দিয়েছে পুলিশ। যার নেপথ্যে কাজ করেছে এমন সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এমপি আনার হত্যার রহস্য এখনও পুরোপুরি খোলাসা হয়নি।এই হত্যার রহস্য উন্মোচন করে এই ঘটনার পরিকল্পনা কারীসহ জড়িত সবার শাস্তির দাবিতে এমপি আনারের নির্বাচনী এলাকা
থেকে জনপ্রতিনিধিরা আসেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তাদের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার নিয়ে দাঁড়ান মানববন্ধনে।এতে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ছিলেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনও।
মানববন্ধনে উপস্থিত কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এমপি আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার সব
জনপ্রতিনিধি রাজপথে নেমেছে। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন যারা এমপি সাহেবকে নৃশংস ভাবে হত্যা
করেছে দ্রুত তাদের বিচার করা হোক।