অনলাইন ডেস্কঃ
ঢাকায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আগামীকাল। এছাড়া রয়েছে ছোট ছোট দলের কর্মসূচিও। শনিবার (২৮ অক্টোবর) ঘিরে যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবেন পুলিশ।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে এসব বলেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান। তিনি আরও বলেন, সমাবেশের অনুমতি ছাড়া কোন দলের সমবেত হওয়ার সুযোগ নেই, কেউ রাস্তায় অবস্থান করলে আইনগত ব্যবস্থা নেয়া।
এসময় বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চাপ কিংবা কড়াকড়ি রয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, সমাবেশকে ঘিরে কোন রকম চাপে নেই প্রশাসন। অনুমতি ছাড়া কোন সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে তল্লাশি, চেকপোস্ট আর সন্দেহভাজনদের জিজ্ঞাসা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) বলেন, এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেয়া হয়নি। শুক্রবার সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।
একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ।
এম,এম,হোসেন/নিউজবিডিজার্নালিস্ট২৪