অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের যুক্ত হচ্ছে আরও ১৮টি বিশ্ববিদ্যালয়

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাতের দেশভিত্তিক শিক্ষা প্রোফাইলে যুক্ত হয়েছে বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগের ১২টির পর এবার নতুন ১৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তালিকায় যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় মাস্টার্স ডিগ্রি, গবেষণা ও শিক্ষা বিনিময় সহজতর হবে।

নতুন অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫টি সরকারি বিশ্ববিদ্যালয়। বাকি ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এর আগে অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।

সি,বিশ্বাস/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

error: Content is protected !!