আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ তৃনমূল দলের নেতা অভিষেক ব্যানার্জী ও কুন্তল ঘোষ কে জরিমানা করল।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ চাকরি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে এমন একটি কেসের সমন কারী ব্যাক্তি তৃনমূল দলের নেতা ও ডায়মন্ড হারবারের লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী ও জেলবন্দী তৃনমূল দলের নেতা কুন্তল ঘোষকে ২৫,লক্ষ, টাকা করে মোট ৫০,লক্ষ, টাকা জরিমানা করছে। এবং সেই টাকা দিতে হবে কলকাতা হাইকোর্টের লিগ্যাল সেল অথোরিটি কে। কিছু দিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বেঞ্চ থেকে চাকরি ক্ষেত্রে দুর্নীতি র তদন্ত ক্ষেত্রে তৃনমূল দলের জেলবন্দী নেতা কুন্তল ঘোষের দেওয়া একটি অভিযোগের ভিত্তিতে তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী কে ডেকে তার বয়ান নেবার জন্য একটি নির্দেশ দেন। এবং সেই মামলার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মিডিয়ার সামনে তুলে ধরেন পশ্চিম বাংলা র চাকরি ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার ব্যাক্ষা। তখন তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী দেওয়া নির্দেশ কে সামনে রেখে তিনি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে যান। সুপ্রিম কোর্ট এই মামলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী কে সরিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী অমৃতা সিনহার বেঞ্চ দেয়। সেই মামলার সব পক্ষের বক্তব্য শুনে আজ তৃনমূল দলের নেতা ও লোকসভার সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী ও তৃনমূল দলের নেতা জেলবন্দী কুন্তল ঘোষ কে ২৫,লক্ষ, টাকা করে মোট দুই জনের কাছ থেকে ৫০,লক্ষ, টাকা জরিমানা করে। এই রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার জন্য কলকাতা হাইকোর্টে বিচার চলছে। বেশি ভাগ ক্ষেত্রে বেআইনি ভাবে চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলী এবং অন্যান্য বেঞ্চ এর বিচাপতিরা। আজকের এই রায়ের ফলে পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতৃত্ব ভালো অক্সিজেন পেল বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক সমলোচকরা।।