অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আল, স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্টে তুহিন আলম (৩২) নামের এক ইলেকট্রিশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২শে মে) দুপুরে উপজেলার মহাকাল এলাকার সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানায় এই ঘটনা ঘটে। নিহত তুহিন আলম সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার ইলেকট্রোশিয়ান শ্রমিক হিসেবে কাজ করতো। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় তুহিন মিলে ইলেকট্রোশিয়ান শ্রমিক হিসেবে কাজ করতে যায়। পরে তুহিন মিলের সিপনি থেকে মসজিদের কারেন্ট সংযোগ লাগাতে অসাবধানতার জন্য বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। তুহিন আলম বিদ্যুতায়িত হলে মিলের অন্য শ্রমিকেরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সিনথিয়া নূর চৈতী জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তুহিন আলম নামের এক ব্যক্তিকে উদ্ধার করে দুপুর ১টা ১০ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশের এসআই রুহুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক তুহিন মিলের মসজিদের কারেন্ট সংযোগ লাগাতে অসাবধানতার জন্য বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। হাসপাতাতে যাবার আগেই তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়েরের পরে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

error: Content is protected !!