অভয়নগরে একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যর আবেদন 💔 অভয়নগর (যশোর) প্রতনিধি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার 3 নং ওয়ার্ডের ধোপাদি গ্রামের 19 মাস বয়সী ছোট্ট শিশু আরাফাত ইসলাম পিয়াসকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে। একমাত্র সন্তান আরফাত মাত্র 28 দিন বয়সেই hydrochephalas(মাথায় পানি জমা)রোগে আক্রান্ত হয়ে 39 দিন সাভারের পলাশ হসপিটাল এ চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রপাচার করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা, রাশেদ মাহমুদ।পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা ব্যায় হয় যার বেশির ভাগই ছিল বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া এবং ধার করা।বর্তমানে তার চিকিৎসার জন্য আরো 8 লক্ষ টাকা প্রয়োজন ।দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা পিয়ারুল ইসলাম।শিশু আরাফাতের পিতা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী।স্থানীয় 3 নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন শিশুটির পিতা অত্যান্ত দরিদ্র।তার চিকিৎসার জন্য আমরা স্থানীয় ভাবে সহায়তা করার চেষ্টা করছি।শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবী দের এগিয়ে আসার আহবান জানান। সংশ্লিষ্ট চিকিৎসকরা আরাফাতের সুস্থতার জন্য উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে জানিয়েছেন।সাহায্য পাঠানোর মাধ্যম নগদ ও বিকাশ (01935070418) পিয়ারুল ইসলাম সঞ্চয়ী হিসাব নং 0200020070766 অগ্রণী ব্যাংক,নওয়াপাড়া শাখা,অভয়নগর যশোর

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

অভয়নগরে একমাত্র সন্তানকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যর আবেদন 

নুর ইসলাম মোল্লা ভ্রাম্যমান প্রতনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদি গ্রামের ১৯ মাস বয়সী ছোট্ট শিশু আরাফাত ইসলাম পিয়াসকে বাঁচাতে তার বাবা সাহায্যের আবেদন জানিয়েছেন দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে।
একমাত্র সন্তান আরফাত মাত্র ২৮ দিন বয়সেই hydrochephalas(মাথায় পানি জমা)রোগে আক্রান্ত হয়ে ৩৯ দিন সাভারের পলাশ হসপিটাল এ চিকিৎসাধীন ছিল।সেখানে তার মস্তিষ্কে অস্ত্রপাচার করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা, রাশেদ মাহমুদ।পরিবারের দেওয়া তথ্যে জানা যায় সেখানে তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা ব্যায় হয় যার বেশির ভাগই ছিল বিভিন্ন এনজিও থেকে লোন নেওয়া এবং ধার করা।বর্তমানে তার চিকিৎসার জন্য আরো 8 লক্ষ টাকা প্রয়োজন ।দরিদ্র পিতা এত অর্থের সংস্থান করতে না পারায় শিশুটির চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা পিয়ারুল ইসলাম।শিশু আরাফাতের পিতা পেশায় একজন সাধারণ ব্যাবসায়ী।স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন বলেন শিশুটির পিতা অত্যান্ত দরিদ্র।তার চিকিৎসার জন্য আমরা স্থানীয় ভাবে সহায়তা করার চেষ্টা করছি।শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও সমাজসেবী দের এগিয়ে আসার আহবান জানান। সংশ্লিষ্ট চিকিৎসকরা আরাফাতের সুস্থতার জন্য উন্নত চিকিৎসার বিকল্প নেই বলে জানিয়েছেন।সাহায্য পাঠানোর মাধ্যম
নগদ ও বিকাশ (01935070418) পিয়ারুল ইসলাম সঞ্চয়ী হিসাব নং 0200020070766
অগ্রণী ব্যাংক,নওয়াপাড়া শাখা,অভয়নগর যশোর।

error: Content is protected !!