Thursday, January 23, 2025

অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) ঢাকাস্থ শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পর্বে পরিচালিত হয়।

১ম পর্বে সংগঠনটির সভাপতি এস.এম মাহবুব হাসান-এর সভাপতিত্বে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন, অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করেন, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম বাদল।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, রোকসানা সুখী, ডাঃ আব্দুল হাকিম, জহিরুল হক বিদ্যুৎ সহ আরো অনেকে।

২য় পর্বে কবি, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কবি ও সাংগঠক মুহাম্মদ আমির হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদপ্রাপ্ত ও বাংলাদেশের প্রধান কবি নির্মলেন্দু গুণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, সংগীতজ্ঞ ও গবেষক প্রাকৃতজ শামীমরুমি টিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোমিনুল হক নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, কবি ও উপন্যাসিক খলিফা আশরাফ, কবি ও বিশিষ্ট ব্যবসায়ী ড. মোহাম্মদ আলমগীর আলম, মোঃ ছাদেক মিঞা, উইং কমান্ডার মুহা. আব্দুল মুকীত খান, মাহবুব খান, মোঃ বেল্লাল হাওলাদার, মিরাজ ওয়াশিকুর রহমান (ভারত), সনত আদিত্য মহন্ত (ভারত), মোঃ বেলায়েত হোসেন সহ আরো অনেকেই।

অন্যভুবন সাহিত্য পরিষদ-এর নির্বাহী পরিষদের সকল সদস্য এবং গ্রুপের এডমিন, মডারেটর সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি মুহম্মদ আমির হোসেনকে জাগরণের কবি স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। সম্মাননাটি ঘোষণা করেন এবং প্রধান অতিথিকে সাথে নিয়ে মুহাম্মদ আমির হোসেন-এর হাতে তুলে দেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, কবি ও উপন্যাসিক খলিফা আশরাফ। অনুষ্ঠানে কবি মুহম্মদ আমির হোসেন-এর রচিত ‘তুমি আসবে বলে’ ও কবি, সংগঠক ও কলামিস্ট মুহাম্মদ মোশাররফ হোসেন-এর রচিত ‘ভাগ্যের লিখন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি অন্যভুবনের এমন সুন্দর, সুশৃংখল আয়োজনে সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন। সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে কবি সাহিত্যিকদের আত্মার মেলবন্ধন সৃষ্টির রূপরেখা হিসেবে এগিয়ে চলুক, ৬ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা করে সংগঠন ও সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দুই পর্বের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক ড. নাইমা খানম ও উম্মে হাবিবা সূচনা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। অনুষ্ঠানের সবশেষে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পুরো অনুষ্ঠানটি গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র অফিসিয়াল পেইজ (দৈনিক ধ্রুববাণী) থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে পানিতে ডুবে শি’শুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর মধ্যপাড়ার তৈনুর বিশ্বাসের ১১ বছরের ছেলে এবং মরহুম আব্দুল হাই বিশ্বাসের...

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চালু 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর বঙ্গের আলিপুরদুয়ার...

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান রঞ্জু

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন ৮০...