অনলাইন জুয়াই ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

ডেস্ক রিপোর্টঃ

বর্তমান সময়ে যুবকেরা অনলাইন জুয়াই অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েছে। বাজি লাইফ এবং অন্যান্য অনলাইন জোয়ার কারনে যুবকেরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একটা সময় ছিল যখন দেখা যেতো গ্রামেগঞ্জে ফড় বলে একটা জোয়ার প্রচলন ছিল। এখন সেগুলো খুব কমই দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে অনলাইন জোয়াই যুবকেরা এত পরিমান আসক্ত যে, জোয়ার টাকা যোগাতে বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে।

চুরি ছিনতাই থেকে শুরু করে ডাকাতির মত বড় বড় অপরাধ করছে। এর মাধ্যমে ছোটখাটো কিশোর গ্যাং এর জন্ম হচ্ছে। এইসব যুবকদের চিন্তাভাবনা তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে বলে এই খেলায় লিপ্ত হচ্ছে, যেটাকে আঙ্গুল ফুলে কলাগাছ হাওয়া বলে। তাই এইসব যুবকদের ফেরাতে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যারা স্থানীয় সরকার আছেন তাদেরকে বিষয়টা দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

একটা সময় ছিল যখন যুবকেরা স্কুল কলেজ থেকে ফিরে খেলায় মগ্ন থাকতো। এখন তারা অনলাইন জোয়ার প্রতি মগ্ন থাকে। তাই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা যেন তারা আমলে নিয়ে যুব সমাজকে ধ্বংশের দারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে সহযোগিতা করে।

মুহাঃ মোশাররফ হোসেন/নিউজবিডিজারনালিষ্ট ২৪

error: Content is protected !!