মোঃ শাহারুল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকালে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৮৫ শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি দিকনির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ধীন ৮ নং ওয়ার্ড (টেংরা) বিএনপির আয়োজনে (দেউলি সামটা টেংরা) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হক, সহ-দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, দেউলি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনিরুলজ্জামান, আব্দুস সামাদ।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য মাসুম বিল্লাহ, বাগআঁচড়া কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল হোসেন, ছাত্র নেতা রুহুল কুদ্দুস প্রমূখ।
অপরদিকে, শার্শা উপজেলাধীন ৭নং কায়বা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে কায়বা ইউনিয়ন বিএনপি'র অফিস কার্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতার কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়।
এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মুন্না,ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহমুদ সরদারসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।