কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা ও এবারের সেরার সেরা পূজা উপহার দেওয়া হয় তিন টি ক্লাব কর্তৃপক্ষকে। সেই সঙ্গে পথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাদের ভূমিকা সবথেকে বেশি উল্লেখযোগ্য তাদের কে সম্মান প্রদর্শন করা হয়।
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রাম টি করা হয়।এই অনুষ্ঠানে পথ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে যারা বড় ভূমিকা পালন করেছে তাদের কে সম্মান প্রদর্শন করা হয়েছে।
জীবনের ঝুকি নিয়ে রাতদিন করে যারা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছেন তাদের কে সম্মান দেওয়া হয়েছে।
সাথে সাথেই সেরা পূজা উদযাপন ও নির্মল পূজা পরিক্রমা প্রস্তুতি ও ব্যাবস্থা নেবার ক্ষেত্রে যারা বড় ভূমিকা পালন করেছেন তাদের হাতে সম্মান স্বরূপ পুরুস্কার তুলে দেওয়া হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা।