বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় শাখারিয়া আলিম মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক এমপি গাবতলী–শাজাহানপুরের জননেতা জনাব মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম বাবু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জনাব মোঃ রফিকুল ইসলাম লাদু, জনাব মোঃ আব্দুল মান্নান, জনাব মোঃ জুয়েল ইসলাম, জনাব মোঃ সুলতান মাহমুদ, জনাব মোঃ আল আমিন, আবু জাফর রনি প্রমুখ।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন ১৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সমাজসেবক জনাব মোঃ কামাল পাশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জলবায়ু ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সবাইকে নিজ নিজ এলাকায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। উপস্থিত সবাই গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ ও স্থানীয় তরুণ সমাজ।