
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় শারীরিকভাবে অক্ষম জনাব শ্রী সুজন,পিতা রঞ্জিত, সাং পিরিজপুর,ইউনিয়ন:মাটিকাটা,গোদাগাড়ী, রাজশাহী নামক ব্যক্তিকে একটি মোটর চালিত ভ্যানগাড়ি ও বিক্রির জন্য মালামাল(মিষ্টি দ্রব্য) ক্রয় করে দেয়া হয়েছে।
২৭ আগষ্ট ২০২৫, বুধবার বিকাল ৫ টায় উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ভ্যান গাড়ী ও বিক্রির জন্য মিষ্টি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মানিক, ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইকবাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন সহ অনেকে
ব্যক্তিটি এই সহয়তা পেয়ে নিজে কর্ম করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে বলে সকলে আশাবাদী। শ্রী সুজন বলেন আজ আমি খুব খুশি। এখন আর মানুযের কাছে অনুদানের আশায় বসে থাকতে হবে না। আমি যেসব জিনিস বানাতে পারি তা বানিয়ে এই ভ্যান গাড়ীতে গ্রামগঞ্জে বিক্রি করে অর্থ উপার্জন করে আমার পরিবার চালতে পরব।