
সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সদর উপজেলার চন্ডিবারপুর ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। কবিরাজি ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করায় দেরি হওয়ায় তিনি বাঁচতে পারেননি।
১৭ আগস্ট (রবিবার) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে টিপু মুন্সী ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হলে বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক ব্যর্থ হলে ওই ওঝা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়।
মৃত টিপু মুন্সী গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নাকসী- চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।