স্টাফ রিপোর্টার:
সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনাল-এ অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী বিভাগীয় সম্মেলনে।
গোল্ডেন অ্যাওয়ার্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, এবং মহাসচিব সগীর আহমেদ সহ কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, শিক্ষক ও সাংবাদিক মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার স্থানীয় একজন বাসিন্দা ও সহযোদ্ধা।
তিনি আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে ও সুদক্ষতার প্রমাণিত হওয়ায় এবং সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তাকে এই গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। তাঁর মতো সম্মানিত ব্যক্তির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।
মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করে বলেন, বর্তমানে আমি যে দায়িত্বে রয়েছি (কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক) এবং আগামীতেও আমাকে যত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বই দেয়া হোক না কেনো তা যথাযথ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সংগঠন ছাড়াও ইতিপূর্বে তিনি আরো অনেক জায়গা থেকে এবং অনেক সাহিত্য সংগঠন থেকে বিভিন্ন পুরষ্কার, সনদ, সম্মাননা স্মারক ও এওয়ার্ড ইত্যাদি প্রায় ৩০ এর অধিক পেয়েছেন। তিনি একাধারে একজন আলেম, লেখক, গবেষক, সম্পাদক, সংগঠক, শিক্ষক, কবি সাহিত্যিক এবং সাংবাদিক, আমরা তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।