পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
পানি নিস্কাশনের সমস্যা সমাধানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ এলাকায় রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ১২০০ মিটার দীর্ঘ ড্রেন পরিস্কার করেছেন সংগঠনের সদস্যরা।
সোমবার (২৮ জুলাই) সকালে হোসনাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও কাদার কারণে এলাকাবাসী জলাবদ্ধতা ও দুর্গন্ধসহ নানান ভোগান্তিতে পড়ছিলেন। এই অবস্থায় সংগঠনটির তরুণ সদস্যরা স্বপ্রণোদিত হয়ে ড্রেন পরিস্কারে এগিয়ে আসেন।
সংগঠনের উপদেষ্টা সেলিম হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ও বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হারুন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বাউরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মানিক।
এলাকাবাসী জানান, "ড্রেনটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না থাকায় আমাদের বাড়ির সামনে পানি জমে থাকতো, হাঁটাচলায় কষ্ট হতো। এখন পরিষ্কারের ফলে পানি ঠিকভাবে নিষ্কাশিত হচ্ছে। রক্ত কণিকার এই কাজ সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি তারা ভবিষ্যতেও এভাবে পাশে থাকবে।"
উপদেষ্টা সেলিম হোসেন বলেন, "আমরা শুধু ড্রেন পরিষ্কার করিনি, বরং সচেতনতার বীজ বপন করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
বাউরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মানিক বলেন, "তরুণদের মধ্যে এই ধরনের জনসেবামূলক মানসিকতা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। রক্ত কণিকার কাজ প্রশংসনীয়।"
পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ও বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হারুন মিয়া বলেন, "এ ধরনের উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করতে প্রস্তুত। " সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের জনসচেতনতা ও সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।